গান: রবিউল আউয়াল এলে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রবিউল আউয়াল এলে তোমারি গান গাই
রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই ॥
তোমার নামে দরূদ পড়ি
তোমার প্রেমে গড়াগড়ি
মুখে বলি ভালোবাসি
অন্তরেতে নাই ॥
তোমার সে নাম ঘরে টানাই
তোমার নামে ব্যানার বানাই
মনের ভিতর তোমারই নাম
করি না খোদাই ॥
তোমার নামে জলসা ই-আম
সেমিনার ও সিম্পোজিয়াম
কিন্তু তোমার সমাজ গড়ার
উদ্যোগী যে নাই ॥
বিবৃতি দেই তোমার নামে
বিজ্ঞপ্তি দেই চড়া দামে
গদীর লোভে তোমারই নাম
ভেঙে চূরে খাই ॥
রাসূল প্রেমে কান্নাকাটি
নির্ভেজাল হোক, হোক না খাঁটি
তাঁর দেখানো রাস্তা ধরে
মুক্তি খুঁজে পাই ॥