গান: রমজানেরই পবিত্রতা
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
রমজানেরই পবিত্রতা করি সংরক্ষণ আসুন
খোদার হুকুম পালন করা বড়ই প্রয়োজন ॥
পাপের রাস্তা মাড়াবেন না
দ্রব্যমূল্য বাড়াবেন না
রোজাদারদের কেন দেবেন
কষ্ট অকারণ ॥
নগ্ন অশ্লীল ছায়াছবি
নগ্ন ভিসিআর ও টিভি
বন্ধ করুন রুচি বিহীন
সকল আয়োজন ॥
দিনের বেলা খাওয়া-দাওয়া
হোটেল খোলা বেপরোয়া
ঈমানদার তো করে না ভাই
এমন আচরণ ॥