গান: রমজানে বেশি বেশি যে করে দান
কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান


রমজানে বেশি বেশি যে করে দান
আল্লাহর কাছে তার বাড়ে সম্মান ॥

দশ থেকে সত্তর প্রতিদান পাবে
যখন সে আল্লাহর কাছে চলে যাবে
তার তো থাকে না ভয় নেই অপমান ॥

প্রতিবেশী উপবাস যার পাশে রয়
মুমিন থাকে না ঠিক তার পরিচয়
লংঘন হয়ে যায় খোদার বিধান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *