গান: রাতের আঁধারে যে চাঁদ হাসে
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
রাতের আঁধারে যে চাঁদ হাসে
হাজার তারার মাঝে আকাশে
তাঁর চেয়ে সুন্দর নবীজী আমার
দেখতে আমি যে চাই গো তোমায় ॥
যার চেহারায় বৈরী কাফের দল
খুনের নেশা থেকে মুক্তি পেলো
তাঁর হৃদয়ের আকুলতায়
মুশরিকরা সব মুসলিম হলো
তোমার ঠোঁটের মুক্তোঝরা
হাসির রেখা যেন দেখি একবার ॥
যার হাতের শাহাদাত আঙ্গুল
ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত
তার চলা পথে ছায়া হয়ে
আকাশে মেঘমালা উড়ে যেত
তোমার চোখের পলকের দিকে
তাকিয়ে কেমনে হৃদয় হারায় ॥