গান: রাতের ওই আকাশে চাঁদের পরী পাশে
কথা ও সুর: সংগ্রহ
রাতের ওই আকাশে চাঁদের পরী পাশে
হাজার হাজার তারা করছে খেলা
নদী ও সাগরে দেখ দু’চোখ মেলে
হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা
এ যে সৃষ্টির খেলা ॥
বাতাসেতে খেলা করে গাছের পাতা
শিশু নিয়ে খেলা করে শিশুর মাতা
সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে যায়
দিনের আলোর খেলা শেষ হয়ে যায় ॥
নেক আর পাপ নিয়ে মানুষের মেলা
এ পাড়ের খেলা শেষে ও পাড়ের খেলা
নেকের ভাগীরা পাবে ফুলের মালা
পাপের ভাগীরা পাবে দোজখের জ্বালা ॥