গান: রাত কেটেছে স্বপ্নে বিভোর
কথা: আ জ ম ওবায়দুলাহ
সুর: মশিউর রহমান
রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দীনের পথে নামতে ॥
সামনে রয়েছে দূরের যাত্রা
বিভীষিকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্য ঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কি আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে ॥
সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্য
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্য ॥
ভেঙ্গে ফেল এই স্বপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে
জনতা মিছিল সঙ্গ দেবে
এক পথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখ
বিজয় তোমার আনতে ॥