গান: রাত নিঝুম হলো ঘুমিয়ে গেছে সবাই
কথা ও সুর: ইউসুফ বকুল

রাত নিঝুম হলো
ঘুমিয়ে গেছে সবাই
দু’চোখে ঘুম নেই
জেগে আছি আমি একা
মা নেই পাশে মা নেই
মা নেই আমার ॥

এমনি রাতে যখনই আমি
ঘরেতে ফিরতাম
জায়নামাজে তাসবিহ হাতে
আমার মাকেই দেখতাম
সেই জায়নামাজ খালি পড়ে আছে
মা গেছে দূর পারাপার ॥

মা ছাড়া আমার চারিদিক ভরে আছে
শুধু শূন্যতা
আর খুঁজে পাবো না আগের মতোন
সাগরের পূর্ণতা
সে সাগর শুকালো শুধু যে এখন
শুধু অশ্রু সমাহার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *