গান: রাসূল নামের ফুলের ঘ্রাণে
কথা: আবু তাহের বেলাল
সুর: জাফর সাদেক


রাসূল নামের ফুলের ঘ্রাণে
সবাই মাতোয়ারা
হেসে উঠে ফুল কলিরা
জাগায় ঘুমের পাড়া ॥

রাসূল নামের গান শুনে যে
চন্দ্র তারা হাসে
প্রিয় নবী ধ্যানের ছবি
মনের পাতায় ভাসে
তার সে মধুর তাসবিতে মন
হয় যে দিশেহারা ॥

নবীর নামে সালাম দিলে যে
হাজার ব্যথা দুঃখে
প্রাণ ভরে যায় নতুন করে
স্বপ্ন এবং সুখে
নবীর প্রেমে তাই যে আকুল
তাই যে পাগলপারা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *