গান: রোজাদারের জন্য খোদার
কথা ও সুর: আবুল আলা মাসুম

রোজাদারের জন্য খোদার
দুটি উপহার
দিনের শেষে ইফতারি আর
আল্লাহর দিদার ॥

মাসের শেষে বছর ঘুরে
ঈদুল ফিতর আসে
গভীর আনন্দেতে সারা
দুনিয়াটাই ভাসে
এতেকাফ সিয়াম সাধকদেরই
নেয়ামত অপার ॥

দিনের শেষে খুব পিপাসায়
কাতর মুমিন প্রাণ
ইফতারিতে পায় সে খুঁজে
তৃপ্তি অফুরান
কিয়ামতে দর্শনে তার
লক্ষ বছর পার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *