গান: রোজ হাশরের দিনে যে দিন
কথা: এ কে আজাদ
সুর: আবু রায়হান
রোজ হাশরের দিনে যে দিন কোন ছায়া নাই
সে দিন তোমার আরশ তলে ঠাঁই যেন গো পাই।
সকল তারিফ তোমার প্রভু রহীম রহমান
দীন দুনিয়ার মালিক তুমি সবি তোমার দান
এই মোনাজাত করি মাবুদ ক্ষমা যেন পাই।
বন্দেগী যে করি তোমার তোমার দয়া চাই
সরল পথের দাও গো দিশা আর কিছু না চাই
তুমি মহান তুমি অসীম দয়ার সীমা নাই।