গান: শবে-কদর এর মানে
কথা ও সুর: শরীফ আমীন

শবে-কদর এর মানে জানো ক’জনই
সুমহান মর্যাদার এক রজনী ॥

হাজার মাসের চেয়ে এ রাতের
অনেক বেশি মূল্য
ফেরেশতা আর রূহু পুলকে
বেহেশতেরই দ্বার খুললো
স্বর্গ সুখের মৃদুল পরশ
ছড়ায় মনে বিপুল হরষ
রয় না তা সংকীর্ণ ॥

এই নিশীথে সুচারু কোরআন
হয়েছে অবতীর্ণ
দীপ্ত নূরের আলোক ছটায়
আঁধার হলো জীর্ণ ॥

হাশর দিনের বিভীষিকায়
পেতে আনুকূল্য
আলসে না রও হৃদ আঙিনায়
পুণ্যরে করো ফুল্ল
কাটায় যেজন এ রাত নিঘুম
ফোটায় মনের পুণ্য কুসুম
সেই জয়ী উত্তীর্ণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *