গান: শয়নে স্বপনে মননে চেতনে
কথা ও সুর: আবদুশ শাকুর তুহিন
শয়নে স্বপনে মননে চেতনে
শয়নে স্বপনে মননে অবচেতনে
তোমারি গান যেন গাই প্রভু
আল্লাহু…
পাখি ডাকা ভোর মেলি আঁখি ডোর
শিশির ভেজা রাত শেষে এই প্রভাত
দিন যেন হয় শুরু তোমার নামে হায়
প্রতি ক্ষণে ক্ষণে যেন প্রভু তোমায় স্মরে যায়
আল্লাহু…
আল্লাহ্ আল্লাহ্ জপি যেন সকাল সন্ধ্যা রাতে
ঐ নামের সুর উঠে যেন এই মন বীনাতে
অমানিশা ভোর চাঁদিমা চাদর
ঘুম ঘুম স্বপ্নালোক জেগে থাকা চোখ
রাত যেন তোমারি স্মরণে কেটে যায়
তোমারি দরবারে দু’হাত তুলে দাঁড়াই
আল্লাহু…