গান: শহরের ফুটপাতে পল্লীর পথে ঘাটে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

শহরের ফুটপাতে পল্লীর পথে ঘাটে
সবহারা মানুষ ওই কাঁদছে
বেদনার কাল গুনে আজাদীর জাল বুনে
বিপ্লবী কাফেলাকে ডাকছে ॥

মানবতা ধুঁকে ধুঁকে মরে আজ
জালিমের নিষ্ঠুর নিষ্পেষণে
আলোকের পায় না যে ভোলে পথ
নিরন্ধ্র আঁধারের আক্রমণে
নির্ভীক সংগ্রামী সংকটে সংযমী
শতাব্দী তোমাকেই চাচ্ছে ॥

মিথ্যার অমানিশা ঘিরে আছে সত্যের সূর্য
কওম যেন ঘুমঘোরে জংগাহে পড়ে আছে তূর্য।

চারিদিকে বিভীষিকা হাহাকার
বাতিলের উলঙ্গ আগ্রাসনে
চেতনার নভনীলে জমে মেঘ
ধীরে ধীরে অলক্ষে সঙ্গোপনে
এই ঘোর দুর্দিনে নামো বীর অভিযানে
জিহাদের ডাক শোনা যাচ্ছে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *