গান: শহীদি মরণ আমায় দাও দয়াময়
কথা ও সুর: আবুল কাশেম
শহীদি মরণ আমায় দাও দয়াময়
জান্নাতের পাখি হয়ে শাহাদাত চেয়ে চেয়ে
বার বার তোমার শানে কথা যেন হয় ॥
যে মরণ তোমার পথে হয়
যে মরণে চোখ মেলে তোমার
দেখা মাবুদ হয়
দীন কায়েমের তরে অবিরাম লড়ে লড়ে
জান্নাতি সেই মরণ নসীব যেন হয় ॥
যে মরণ তোমার পথে হয়
সেই তো শহীদি মরণ অমর জীবন
মরণ সে তো নয়
তোমারি মেহমান বীর শহীদান
আরশপাকে যারে দাও আশ্রয় ॥