গান: শহীদে শহীদে জনপদ শেষ
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক


শহীদে শহীদে জনপদ শেষ
লহুতে লহুতে ছেয়েছে এ দেশ
তবুও কেন যে হে মেহেরবান
কোরআনের সে সমাজ করো না দান
কী অপরাধ হায় আমাদের
করো নির্দেশ ॥

তাহলে কি মালেকের খুন
বিফলে বিপথে গিয়েছে রে
সাব্বিরের মা অকারণে
কলিজা বিলিয়ে দিয়েছে রে
না না না তা হতে পারে না
শহীদের প্রাণ চির অম্লান
চির অনিশেষ ॥

শাহ্‌জামাল নাই ইমরানও নাই
জাহাঙ্গীর ইলিয়াস খলিলও নাই
খুনরাঙ্গা পথ চলতে তবু
প্রেরণায় বেদনায় তাদেরই পাই
শয়নে স্বপনে সেই স্মরণে
ব্যথাতুর মন ব্যথাতুর সুর
রিক্ত পরিবেশ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *