গান: শুদ্ধ নিয়তে রোজা রাখো
কথা: কে এম মুনীর হুসাইন
সুর: জাফর সাদেক
শুদ্ধ নিয়তে রোজা রাখো
খোদার প্রেমের সুধা মাখো
সময় এলো রে এলো রমজান
কুতিবা আলাইকুমুস সিয়াম ॥
ভোর হতে ঐ সন্ধ্যা লগন
তোমরা যে রাখো রোজা
খোদার হুকুম পালন করে
নামাও পাপের ঐ বোঝা
দু’হাত তুলে চাইলে পানাহ
খুশি হবেন আল্লাহ মহান ॥
রমজানের এই পবিত্রতা যদি রক্ষা কর
খোদার রহম পাবে রে হায় জাযা বড়
এই দুনিয়ায় কেউবা থাকে
দালান কিবা বৃক্ষ তলায়
মাহে রমজানে সবাই সমান
অনাহারে সব দিন কাটায়
মূর্দা নাজাত পায় যে মাসে
সে মাস হলো রে হলো রমজান ॥