গান: শোনেন বুশের গান
কথা ও সুর: আবুল কাশেম
শোনেন বুশের গান
বুশ তো কোন মানুষ নয়
সে জীবন্ত শয়তান ॥
গাঁধার চেয়ে আরো বেশি
অনেক বড় গাঁধা
যদিও সে বিশ্ব জুড়ে
মোড়ল সাহেবজাদা
মানুষ টেনে ছিঁড়বে বেটার
বিশ্রী দুটি কান ॥
পশুর চেয়ে অধম টনি
বুশ হয়েছে জোড়া
তাদের বুকে দাও চড়িয়ে
যুদ্ধ তাজী ঘোড়া
নৃশংস দুই আজাজিলের
বুক ভাঙ্গো খান খান ॥
ইবলিশ এখন বেজায় খুশি
বুশকে পেয়ে হাতে
তার রাজত্ব কায়েম হলো
বিশাল অ্যামরিকাতে
বাড়ছে এখন বুশের মত
অনেক হাইওয়ান ॥
সন্ত্রাসী জুলুমবাজ
বুশ ব্লেয়ার নিপাত যাক
ধ্বংস হোক নিপাত যাক
যুদ্ধবাজ নিপাত যাক
মানবতার দুশমন
ধ্বংস হোক নিপাত যাক ॥
বিশ্বটা গ্রাস করার আগ্রাসী বাসনা
বিশ্ব বিবেক কভু মেনে নিতে পারে না
উঠেছে আওয়াজ তাই যুদ্ধ নয় শান্তি চাই
যুদ্ধবাজ নিপাত যাক ॥
বনের পশু যেমন গায়েরই জোরে
অত্যাচারী তেমন বুশ ব্লেয়ারে।
জালিম ঐ বিষদাঁত বসিয়েছে ইরাকে
মিসাইল ক্রুজ বোমা মারছে ঝাঁকে ঝাঁকে
ভেঙে দাও পুড়িয়ে দাও জালিমের বিষদাঁত
জুলুমবাজ নিপাত যাক ॥