জারী গান: শোনেন শোনেন দেশবাসী
কথা ও সুর: আবুল কাশেম
শোনেন শোনেন দেশবাসী
শোনেন মন দিয়া
জারী গানের পালা এখন
যাইবো আমি গাইয়া
ভাই রে বিস্মিল্লাহ বলিয়া জারী শুরু করিলাম
মদিনাতে আমার নবী জানাই আস্সালাম
জানাই দুরুদ ও সালাম হাজার
নবী পরিবারে আর
সাহাবী ওলী আল্লাহ সবাইকে সালাম
যারা দীন কায়েমের লাগিয়া
জীবন দিছেন বিলাইয়া
বুকের রক্ত ঢালিয়া
দীনের ঝাণ্ডা রাখছেন তুলিয়া
সালাম তাদেরে জানাই হাজার সালাম
আমরা উম্মত শেষ জামানায়
নবীজীরে দেখি নাই
শুয়ে আছেন নবী সোনার মদিনায়
নবী সত্যের মশাল জ্বালিয়া
রোশনাই করলেন দুনিয়া
মিথ্যা বাতিলের সঙ্গে যুদ্ধ লড়াই করিয়া
কায়েম কইরাছেন নবী দীন ইসলাম
এখন করছি বর্ণনা শোনেন সকল জনা
করছি আমি বর্ণনা শোনেন সকল জনা
রক্ত ঝরার ইতিহাস ভাই শোনেন দিয়া মন
ভাই রে দীন ইসলাম কায়েমের লাগি
খুন ঝরাইল কতজন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
ওরে ও প্রাণের ভাই
কইতে পরাণ জ্বইলা যায়
(হায় রে) আহাদ আহাদ বইলা
কান্দে হযরত বিলাল
কাফের পাথর চাপা দিয়া তারে
মিটায় মনের ঝাল
ঘোড়ায় বান্দিয়া টানে তপ্ত বালুর পরে
বিলালের শরীরের চামড়া খইসা খইসা পড়ে
খাব্বাবের পিঠে আগুন চাপা দিয়া ধরে
পাপীষ্ঠ ঐ কাফেরেরা কত্ত মজা করে
তার গায়ের গোশত গইলা গইলা
ঝইরা পইড়া যায়
কিয়ামতের দিনে তাহা দেখিবে সবাই
ভাই রে হানযালা আর আমীর হামজা
হাসতে হাসতে দেয় জীবন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
ভাই রে ইতিহাসের পালা গাইয়া
যাইবো না শেষ করা
বুদ্ধিমানের জন্য জানি যথেষ্ট ইশারা
একটুখানি ভাইবা দেখুন মনের চক্ষু দিয়া
নবী রাসূল দীনের দাওয়াত
দিছেন কেমন কইরা
ওরে শেষ নবীজীর পরে তো আর
নবী আসিবে না
এখন মুসলমানের দায় দায়িত্ব
আছে সবার জানা
তাই তো আবুবকর ওমর আলী ওসমান গনি
সাহাবী তাবে তাবেয়ী ইমাম আলেম অলী
ওরে জেল জুলুম অত্যাচার
শোক সহ্য করিয়া
ইসলামেরই ঝাণ্ডা তারা রাখছেন ধরিয়া
ভাই রে এমনি কইরা আছেন ধইরা
শেষ জামানার মুমিনগণ
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
আরে ও প্রাণের ভাই কলিজা ফাইটা যায়
ওরে ইসকুল কলেজ মাদ্রাসা
আর বিশ্ববিদ্যালয়ে
সবখানেই আল কোরআনের
দাওয়াত যায় রে দিয়ে
(হায় রে) এখনো সেই আবু জাহেল
লাহাব দেখা যায়
তারা বিরোধিতা করে
চরম কুফুরি কায়দায়
তাই তো ভার্সিটির ঐ কৃতি ছাত্র
আবদুল মালেক ভাই
ইসলাম করার অপরাধেই দুনিয়াতে নাই
ভাই রে ইসলামী শিক্ষার দাবিতে
প্রাণের ভাই মোর শহীদ হন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
ভাই রে শহীদ গাজীর বাংলাদেশে
ইসলামের লাগিয়া
কিশোর তরুণ যুবকেরা
জীবন যায় বিলাইয়া
দেশবাসী বিশ্ব বিবেক দেখুন না ভাবিয়া
সাব্বির হামিদ আইয়ুব ভাইদের
পাই না কেন খুঁজিয়া
আল কোরআনের কথা বলাই ছিল অপরাধ
তাই তো রামদা ছোরা কিরিজ দিয়া
ঘাতক করল যে আঘাত
ওরে কেমন রে পাষাণ সীমার
কাঁপলো না রে বুক
ইট দিয়া মাথা ছেচিলো যখম করলো মুখ
শহীদ হইলো বুকের মানিক পিতা ও মাতার
জাতির বুকে রক্তে ভাসলো হায় রে মতিহার
ভাই রে রক্তের বন্যায় ভাসবে অন্যায়
বন্ধ হইবো নির্যাতন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
ওরে কোরআন নিয়া ষড়যন্ত্র হইলো ভারতে
বাংলাদেশের মুসলমানরা পারলো না সইতে
বিবৃতি আর মিছিল মিটিং সবই করিল
চাপাই নবাবগঞ্জেও সেদিন মিছিল নামিল
ওরে ওহিদ নামের পাষাণ ঘাতক
গুলির ওয়ার্ডার দিল
মিছিল থেকে একটি গোলাপ
ঝইরা পইরা গেল
হায় রে এমন নজির দুনিয়াতে
দেখে নাই আর কেউ কখন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
এমনি কইরা চিটাগাঙে জুলুমের বিরুদ্ধে
মিছিল করে সবাই মিলে সত্য ন্যয়ের পথে
হায় রে হাজার হাজার কিশোর তরুণ
সেই মিছিলে ছিল
জুলুম ও অবিচারের প্রতিবাদ করিল
সেই না মিছিলের উপরে ইসলামের দুশমন
স্টেন গানের গুলি ছুড়লো ছুড়লো গ্রেনেড বোম
ওরে সঙ্গে সঙ্গে ঢইলা পড়ল
আমীর হোসেন ভাই
আবদুর রহীম তারেও হায় রে
শহীদ দেখতে পাই
কত ভাইয়ের পা উড়িল চক্ষু গেল রে
রক্ত বন্যা বইলো হায় রে চিটাগাং শহরে
দেশ ও জাতির ভবিষ্যতের সোনা মানিকেরা
ইসলাম করার অপরাধেই এমনি গেল ঝইরা
হায় রে সেলিম জাফর মাহফুজ বাকী
দীনের লাইগাই শহীদ হন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥
করছি আমি বর্ণনা শোনেন সকল জনা
রক্ত ঝরা ইতিহাস ভাই শোনেন দিয়া মন
ভাই রে দীন ইসলাম কায়েমের লাগি
খুন ঝরাইল কতজন
সেই ইতিহাস শোনেন দিয়া মন ॥