গান: শোন ঐ পথে নামার ডাক এসেছে
কথা ও সুর: সংগ্রহ
শোন ঐ পথে নামার ডাক এসেছে
চল রে এবার চল
জালিমের আর নহে দিন চল রে এবার
ছিন্ন করি শোষণেরই পথ ॥
জনতার কেটেছে দিন দুঃখের রাতের অন্ধকারে
সুখের তো পাইনি নাগাল মরছে শুধু হাহাকারে
তারা আজ ক্ষেপছে ভীষণ ছিঁড়বে শোষণ বাঁধন
সুখের প্রভাত আনবো এবার চল রে এবার চল ॥
জালিমের প্রতাপে দিনে দিনে পৃথিবীতে
অনাহার হাহাকার বাড়ছে
শোষিত মানুষগুলো প্রভুর কাছে
শুধু শান্তির পরশ আজ চাইছে
দিতে হবে তাদের আজই
সেই অধিকার ফিরায়ে ॥
ঐসব মানুষের মুক্তির লক্ষ্যে বাঁধো জোট গড় সবে একতা
যারা পথে ঘাটে আছে পড়ে তাদেরকে নাও সাথে
বলিষ্ঠ পায়ে ভাঙ্গো জড়তা
আজ জালিমের রাজপথ
ছিন্ন ভিন্ন করে দিতে হবে জনতার মুক্তি
আর নিতে হবে আমাদের অধিকার ॥
জেলে চাষী ওরে ভাই মুটে মাঝি
কোমর বাঁধ চলো রে জোরছে চলো
জেহাদের ঝাণ্ডা ওড়াও ॥