গান: ষড় ঋতুর দেশ
কথা: রফিক উজ্জামান
সুর: খন্দকার নুরুল আলম
গ্রীষ্ম বর্ষা
শরৎ হেমন্ত
শীত বসন্ত
ছয়টিপাখি ছয়টি রূপে এসে বাংলাদেশ
ছয়টি রূপে এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি
রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে
গ্রীষ্ম এসে কয়
নতুন পথে চলতে হবে
ভাঙিয়ে দিলাম ভয়
বৃষ্টি নুপুর পরে বর্ষা এসে
মেঘের কাজল দিয়ে সাজাই আঁখি।
নদীর দুটি কুল সাদা সাদা ফুল
দুলিয়ে কাশের বন
শরৎ পাখি ঘরে আসার
জানাই নিমন্ত্রণ
ধানের ক্ষেতে সোনার ফসল দোলে
পড়ায় হেমন্তকে সোনার রাখি।
গুড়ি গুড়ি বায় হিমের কাঁথা গায়
দাঁড়িয়ে কুয়াশায়
পাতাঝরা শীতের ছোঁয়া
কাঁপিয়ে দিয়ে যায়
ফুলের মেলায় এসে বসন্তরাজ,
রঙে রূপে করে মাখামাখি।