সংগঠনকে ভালোবাসি আমি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
—————————–
******** লিরিক্স ********
সংগঠনকে ভালোবাসি আমি
সংগঠনকে ভালোবাসি
এই জীবনকে গড়বো বলে
বারে বারে তার কাছে আসি ॥
সংগঠনকে ভাঙ্গতে যাদের মন কাঁদে না
তার ইতিহাস ভুলতে যাদের যায় আসে না
তাদের মত আমি যেন
না হই কখনো সর্বনাশী ॥
সংগঠনের চেয়ে বড় কেউ নয়
সংগঠনই মূল পরিচয়।
সংগঠন না থাকতো যদি মুক্তি পেতাম না
খোদার পথের সৈনিক হবার যুক্তি পেতাম না
পেতাম না তো জীবন জুড়ে
উদার নভোনীল দীপ্ত হাসি ॥