গান: সংযম সাধনায় শুদ্ধ করে
কথা: আবদুস শাকুর তুহিন
সুর: মশিউর রহমান
সংযম সাধনায় শুদ্ধ করে
রহমতে বরকতে হৃদয় ভরে
এলো রমজানেরই ঈদ
খুশির আমেজে ওই পাপের দুয়ার
খোলে না যেন ভাই কখনোই আর
থেমে যাক কুফুরির গীত।
হাতে হাত কাঁধে কাঁধ রাখা শুধু নয়
মনে মনে জনে জনে হোক বিনিময়
সুখ দুঃখ বিনিময়
ভেদ ভুলে গড়ে তোলে ঐক্যের ভিত।
সিয়ামের শমসের ছড়ালো যে নূর
সেই নূরে মন পুড়ে হলো ভরপুর
বাজে সত্যের সুর
সেই সুরে যাক দূরে অলসতা নিদ।