গান: সকল ব্যথার বোঝা বইতে পারে
কথা ও সুর: তারিক মুনাওয়ার

সকল ব্যথার বোঝা বইতে পারে,
সব জ্বালা যাতনাও সইতে পারে,
বিপদ আপদ এলে খোদাকে ডাকে
তার দয়ায় করুণার ভরসা রাখে
হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ ॥

দুনিয়ার আচরণ বড়ই নিঠুর
বিষের পেয়ালা যেন শেষ
সেই বিষ পান জানি করতেই ভয়
মানুষ নামের হেন যে
জীবনের পথে তাই জীবন আঁকে
মরণ জয়ের কথা স্মরণে রাখে
সিংহ পুরুষ ॥

উড়ায় না শূন্যে যে মিথ্যে ফানুস
সত্যিই তার সাধনা
আলেয়ার আলো তারে করে না বেহুঁশ
আলো তারই আলোচনা
ছলনার পাশা খেলে গতি না হারায়
শপথের গান গেয়ে কাজ করে যায়
সাহসী পুরুষ ॥

আগুনে পোড়ালে খাঁটি সোনা হয়ে যায়
এ কথা তো সবাই জানে
গভীর রাত্রি শেষে ভোর এসে যায়
সে কথা সবাই মানে
সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন
দেখে দেখে ভরে যায় নাবিকের মন
সোনালি মানুষ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *