গান: সন্ধ্যা তারার মত
কথা: মুহাম্মদ নূরউদ্দিন
সুর: আবু রায়হান
সন্ধ্যা তারার মত জীবনের সাত রঙ
মুছে যাবে ক্ষণিকের এই জীবনে
সোনামাখা স্বপ্ন ফুরিয়ে যাবে।
পূর্ণ চাঁদের আলো কোকিলের কুহু
রয় কি চিরদিন বল
ধরণীর বুক জুড়ে নেমে আসে
আঁধারের আলো
দুদিনের দুনিয়াতে সুখেরি মালা গেঁথে
লাভ কী তবে বল।
গন্ধ ফুলের মালা হাসনাহেনা
ঝরে যায় অবেলায়
নদীর বসন্ত ভাটির টানে
খাঁ খাঁ ঐ বালুকায়
জীবনের খেলাঘরে মরণের তরে
ভেঙে যাবে বল।