গান: সবুজের ছোঁয়াতে
কথা ও সুর: আহমদ আলামিন

সবুজের ছোঁয়াতে
তোমাকে মনে পড়ে যায়
বাতাসের দোলাতে
তোমার পরশ বুলিয়ে যায়
পাপিয়া গায় পিউ পিউ
কোকিল ডাকে কুহুকুহু
সারা জাহান লুটিয়ে গায়
তুমি মহান তুমি প্রভু
আল্লাহু আল্লাহু আল্লাহু।

গোধূলির মায়াবী লগন
প্রভু তোমার রূপে মগন
ঝিলিমিল তারা অগণন
প্রভু তোমার রূপে মগন
আঁধারে ফোটাও হাসি
প্রভাতে ওঠে রবি
সবই তোমার হুকুম প্রভু।

নদীর ওই কলকল তান
গেয়ে যায় তুমি যে মহান
পাহাড়ে ঝর্ণা বহমান
গেয়ে যায় তুমি যে মহান
প্রকৃতির রূপের মোহে
তোমার করুণা ফোটে
তাসবিহ তোমার শুধু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *