গান: সবুজ ঘেরা এই দেশেতে
কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: মশিউর রহমান
সবুজ ঘেরা এই দেশেতে
নানান পাখি ডাকে
ঘুম ভেঙ্গে যায় সাত সকালে
মুয়াজ্জিনের হাঁকে ॥
নিত্য ভোরে গাঁয়ের কৃষক
লাঙ্গল কাঁধে চলে
স্বর্ণ রাঙ্গা এই দেশেতে
সোনার ফসল ফলে
বড়শি হাতে দস্যি ছেলে
ঘোরে গাঁয়ের বাঁকে ॥
এই দেশেতে শীতের ভোরে
শিশির ঝরে ঘাসে
শ্বেত কুয়াশায় সূর্য কেবল
লুকায় মেঘের পাশে
দোয়েল শ্যামা গান গেয়ে যায়
হিজল গাছের শাখে ॥