গান: সাগর নদী ছুটে চলে
কাথা: আমীর আবদুল্লাহ
সুর: সুমন আজিজ


সাগর নদী ছুটে চলে
ঐ দূর দূর দূরান্তে
পাখি গান গায় হাওয়া বয়ে যায়
তাই সবে গেয়ে যাই
আল্লাহ আল্লাহ আল্লাহু
সুবহানাল্লাহ আল্লাহু ॥

তোমার ঐ নাম নিলে যেন
হৃদয়েতে সূর্য জাগে
ভরে যায় মন তাই অনুক্ষণ
সহস্র আলোর বাগে
তারিফ করার ভাষা পাই না যে আর
এমনও নজির আছে বহু বহু ॥

নীল ফোয়ারা পাহাড় ভেঙে
অবিরাম আসছে নেমে
তোমার তারিফ করতে গিয়ে
মেঘগুলো উড়ছে ঘেমে
পাগলপারা আমি সবই দিশেহারা
কোকিলেরা গান গায় কুহুকুহু ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *