গান: সারাটা পৃথিবী আজ কারবালা
কথা: খন্দকার শহিদুল ইসলাম
সুর: শাহাবুদ্দীন
সারাটা পৃথিবী আজ কারবালা
হোসাইন তুমি কোথায়
আসগর লাশ নিয়ে সাহারবানু
বেহুঁশ হলো কান্নায় ॥
ইয়াজিদ সীমার ইবনে জিয়াদ
নাখফি সারা ময়দান
কী নির্মম হত্যা করে মুসলমান
ঘর পুড়ে তাঁবু পুড়ে পুড়ে মসজিদ
ওমা ফাতেমা তোমার মেয়েরা অসহায়
তোমার হোসাইন কোথায় ॥
শাতিল আরব বিষাদ সিন্ধু
নজরুল কায়কোবাদ
নতুন করে লিখতে সেই লিখা
নতুন কারবালা দিচ্ছে ডাক
ইকবাল লিখ শিকওয়া
স্মরণ করিয়া আল্লায় ॥