গান: সালাম বীর জোয়ান
কথা ও সুর: দুররুল হক বাবলু
সালাম বীর জোয়ান
শহীদি নওজোয়ান
দীনের মান বাঁচাতে
জীবন করেছে দান ॥
কলিজা ছেঁড়া তাজা খুনে
কোরআনের বীজ গেছ বুনে
বুকের পাঁজরে রয়েছে লেখা
তোমার অমর নাম ॥
মৃত্যু তোর আগলে ভাঙা
চলার পথ রক্ত রাঙা
নবীর পথে হে দীপ্ত বীর
তোমায় লাখো সালাম ॥