গান: সিয়ামের মানে শুধু উপবাস নয়
কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান
সিয়ামের মানে শুধু উপবাস নয়
তাকওয়াই সিয়ামের মূল পরিচয় ॥
রোজাদার যার মনে খোদাভীতি নেই
তার রোজা হবে নাকো এই কারণেই
তার প্রতি আল্লাহও হবে না সদয় ॥
যার মনে আল্লাহর ভালোবাসা থাকে
গোপনে গোপনে তারে প্রাণ ভরে ডাকে
রমজান তাকে এনে দিয়েছে বিজয় ॥