গান: সিয়ামের মাস আসে নতুন সাজে
কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান
সিয়ামের মাস আসে নতুন সাজে
মুমিনেরা গতি পায় নিজের কাজে
সব কাজে শৃঙ্খলা নিয়ম নীতি
সব কাজে ভালোবাসা গভীর প্রীতি
পবিত্র সুর শুধু হৃদয়ে বাজে ॥
দীনদারী সেই সাথে দুনিয়ার কাজ
দীপ্ত চেতনা জাগে গড়তে সমাজ
সারাটি বছর এ সুর বিরাজে ॥