গান: সূচনা তোমার নামে হয়
কথা: সোহরাব হোসেন জুয়েল
সুর: মশিউর রহমান
সূচনা তোমার নামে হয়
ওগো দয়াময়
তোমার নামে হৃদয় মাঝে
সুখ ছুঁয়ে যায় ॥
জীবনে আসে যদি ঝড়
ভেঙ্গে যায় সুখের ঘর
তোমার নামে শান্তি আসে
প্রাণ জুড়িয়ে যায় ॥
জীবনে পরাজয় নেমে আসে হতাশায়
ভুলে যেও না
হতাশার হাত ধরে পরাজয় তুমি
মেনে নিও না।
চোখ তুলে যেদিকেই চাও
আলো যদি নাই খুঁজে পাও
তিনি পারেন আলোক দিতে
আঁধার বিদিশায় ॥