গান: স্কুলে যেতাম আমি
কথা ও সুর: সুমন আজিজ
স্কুলে যেতাম আমি বাবার হাত ধরে
ঐ পাঞ্জাবি হাতঘড়ি জুতা দুটো
পড়ে আছে ঘরের কোণে
বাবা নেই বাবা নেই
স্মৃতিগুলো পড়ে আছে মনের কোণে ॥
পড়তে বসে মায়ের বকুনিতে
চোখে জল এসে যেত
কাছে এসে বাবা পিঠে দিয়ে থাবা
বলতো ছেলেটাকে কাঁদাবে কত
আদর করে চুমু খেয়ে
রাখতো বুকের গহীনে ॥
নামাজ পড়ার জন্যে বাবা মাসজিদে নিয়ে যেত
রমজান মাস এলে রোজা রাখতে আমায়
কোরআন হাদিস পড়ে বোঝাতো কত
এখন আমি বাবাহারা
ডুবে আছি দুঃখের ভুবনে ॥