গান: স্বয়ং নিজে বুঝে বুঝে
কথা ও সুর: আবুল কাশেম
স্বয়ং নিজে বুঝে বুঝে
কুরআন পড়ে দেখ ভাই
তোমার আমার মাবুদ কত
আপন করে ডাকছে হায়
ডাক শুনে মন ভরে যায় ॥
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা
বি রাব্বিকাল কারীম
আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা
ফা আদালাকা
ফি আইয়্যে সুরতিম মা-শা
আরাককা বাক।
হে মানুষ কোন জিনিস তোমাকে
তোমার মহান রবের ব্যাপারে
গাফেল করে রেখেছে
যিনি তোমায় আপন ইচ্ছাতে সুন্দর
চেহারাতে সুন্দর সুরাতে
সুস্থভাবে সৃষ্টি করেছেন
তাহারে কী করে ভুলে আছো হায় ॥
আফারআইতুমুল মা আল্লাযি তাশরাবু
আ-আনতুম আনঝালতুমুহু মিনাল মুঝনি
আম নাহনুল মুনঝিলিন
লাও নাশাউ জায়ালনাহু উজাজান
ফলাওলা তাশকুরুন।
হে মানুষ যে পানি তোমরা পান কর
সেই পানি কী তোমরাই
মেঘ থেকে নামিয়ে আনো
নাকি আমি তা বর্ষণ করি
আমি চাইলে তা লবণাক্ত করে
পানের অযোগ্য করে দিতে পারি
তবু কেন তোমরা শোকর কর না ॥