গান: স্বাগতম স্বাগতম হে মাহে রমজান
কথা: নাজমুল কবীর
সুর: রবিউল ইসলাম ফয়সল
স্বাগতম স্বাগতম হে মাহে রমজান
তোমার আগমনে মুমিন যত
পায় ফিরে পায় নতুন প্রাণ ॥
শান্তিকামীরা শান্তির আশায়
দিকবিদিকে ছুটে যায়
প্রশান্ত আত্মার মানুষ যারা
শান্তি তোমাতে খুঁজে পায়
তুমি আমার মহান রবের
অপার মেহেরবান ॥
তোমার মাঝে লুকিয়ে আছে
বরকতময় মাগফেরাত
সব মুমিনের মন বাগিচায়
দাও রহমত দাও নাজাত
তুমি আমার মহান রবের
অপার মেহেরবান ॥