গান: হাজার নদী মাঠ পেরিয়ে
কথা: রেজাউল করিম
সুর: জুলকারনাইন বাহলুল
হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ
এইতো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ
আমার প্রাণের বাংলাদেশ।
কামার কুমার জেলে তাঁতি
এক সাথে দিন কাটে
পানসি মাঝির নৌকা ভিড়ে
গায়ের ঘাটে ঘাটে
ঢেউয়ে ঢেউয়ে কোন সুদূরে হয় সে নিরুদ্দেশ।
আজানের মিষ্টি সুরে দিনের শুরু হয়
তারাদের আগমনে সন্ধ্যা যে ঘনায়।
বিলের জলে শাপলা ফোটে
পদ্ম পাতায় হাসি
ভরা জলে জ্যোৎস্না ছড়ায়
মুক্তা রাশি রাশি
কাজলা মেঘে কোন রূপসীর
কাজল কালো কেশ।