গান: হাজার ব্যথা বেদনার পরে
কথা ও সুর: নিয়াজ মাখদুম
হাজার ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দীনের আলো তুমি ছড়িয়ে দিতে
ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ॥
খেয়ে না খেয়ে দীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিলো লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে ॥
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল কুরআন।
ভাঙলো সবার ভুল তোমারই পরে
আসলো কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝাণ্ডা নিলো যে তুলে
আল আমীন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে ॥