গান: হাজার মাসের চাইতে যে রাত
কথা: আবুল হোসাইন মাহমুদ
সুর: সম্মিলিত


হাজার মাসের চাইতে যে রাত
মহা মূল্যবান
শবে কদর সেই যে সেরা
শোন মুসলমান ॥

আনলো যে রাত নেক নেয়ামাত
বেহেশতি সওগাত
আনলো যে রাত অঝোর ধারায়
অশেষ রহমত
সেই রাতেরই সেরা এনাম
মহান আল কুরআন ॥

মাখলুকাতের তরে এ রাত
মুক্তির আরাফাত
কবুল হয় যে এই রজনীর
সকল মোনাজাত।

আয় রে সবাই দু‘হাত তুলি
চোখের বরষায়
আল কুরআনের শাসন যেন
আল্লাহ মোদের দেয়
বাঁচুক বাংলাদেশের যত
নিঃস্ব মজলুমান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *