গান: হাজার রঙের দুঃখ ব্যথায়
কথা: বেলাল হোসাইন নূরী
সুর: শফিক আদনান
হাজার রঙের দুঃখ ব্যথায়
কাঁদে যখন মন
মা জননীর একটু ছোঁয়া
আকুল করা একটু দোয়া
আমার ভাঙা বুকে জাগায়
একটু শিহরণ।
যার কলিজার রক্ত চুষে
এলাম পৃথিবীতে
তার মত কেউ পারে না যে
আপন করে নিতে
আদর ভেজা চাদর দিয়ে
জড়ায় সারাক্ষণ।
নিজকে নিয়ে জীবনে যার
নেই ভাবনা কোন
আমায় শুধু ডেকে বলে
স্বপ্ন চোখে বোনো
মন যে তার ভালবাসার
মিষ্টি গোলাপ বন।