জারী গান: হায় রে পুকুর চুরি
কথা ও সুর: আবুল কাশেম
হায় রে পুকুর চুরির খবর শুনি
পত্র পত্রিকাতে
(ঘুষ ছাড়া ভাই হয় না যে কাজ
অফিস আদালতে
পুকুর চুরির কত্ত খবর
পত্র পত্রিকাতে শোনা যায়
আর ঘুষ ছাড়া কর্তাগো তো
কোন কাজই আদায় করা যায় না
তাই কর্তারা ঘুষ পাইলে যেন
হ্যাগো বত্রিশটা দাঁত
বাইর কইরা দ্যায়)
ঘুষের প্রবল ঘূর্ণিঝড়ে
দেশটা একাকার
দেখ মধ্যবিত্ত পথের ফকির
ফকিররা মার্ডার
(হায় রে) সবমেহেরের ঘটনা ভাই
ঘটছে কত শত
বিবেকবানরা অবাক হঠাৎ
হচ্ছেন বুদ্ধিহত
ভাই বন্ধুরা তোমরাই কও
আসল দোষটা কার
এরে মন্টু পল্টু বল্টু নাকি
সমাজ ব্যবস্থার
আরে কত কথা বলব বল
সময় বড় কম
লম্বা পালায় গাইতে গ্যালে
থাকতে চায় না দম
তাছাড়া গান শুনিয়ে লাভ
হবে কি যে আর
গানের চেয়ে এই সময়ে
আন্দোলন দরকার
ভেবে দেখো আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার ॥
আরে ও প্রাণের ভাই
তোমরা জেনে যাও সবাই
(হায় রে) বায়তুল আকসা
আফগানিস্তান হায়নাদের ছোবলে
মিন্দানাওয়ের বন্দিরা হায়
ফাঁসির কাষ্ঠে ঝোলে
কাশ্মীরের ঐ কাঁদছে মানুষ
আর কমফুসিয়ার
মুক্তি চাই মুক্তি চাই বলে
করছে যে চিৎকার
ভাই রে মুছা নবীর উম্মতের হায়
আলেমরা যখন
খোদাদ্রোহী ও অন্যায় জুলুম
করলো সমর্থন
আসলো যখন ভয়াবহ
গজব ও আল্লাহর
আমরাও বুঝি হয়ে গেছি
উপযুক্ত তার।
হায় রে খোদার দেয়া জীবন বিধান
মেনে নেয়নি যারা
পৃথিবীতে কোন কালেও
শান্তি পায়নি তারা
তাই তো বিশ্বে দিনে দিনে
বাড়ছে অনাচার
বাড়ছে দুঃখ দারিদ্র আর
মিথ্যা ব্যভিচার
ভাই রে ধর্মনিরপেক্ষতা
বা সমাজবাদ সর্বক্ষণ
মানবতা সাম্য শান্তি
করেছে দাফন
চোখ মেলে দেখ
অবস্থা সারা দুনিয়ার
ওরে মনগড়া সব মতবাদের
জঘন্য কারবার
(হায় রে) বাঁচতে হলে খোদার বিধান
কায়েম করতে হবে
আল কোরআনের আলোর সমাজ
রাষ্ট্র গড়তে হবে
হতে হবে খাঁটি মুসলিম
পাক্কা ঈমানদার
তবেই হবে সমাধান ভাই
সকল সম্যসার
ভাই রে গরিব দুঃখী সর্বহারা
সবাই মুক্তি পাবে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
বিভেদ ভেঙে যাবে
যে যার মত বুঝে পাবে
নিজের অধিকার
বিশ্ব জুড়ে বসবে যে ভাই
আনন্দের বাজার।
ওরে বাংলাদেশের স্বাধীনতা
রক্ষা করতে ভাই
ইসলাম ছাড়া অন্য কোন
উপায় তো আর নাই
আল কোরআনই কেবলমাত্র
সীমান্ত রক্ষার
তৈরি করতে পারে সিংহ
সিপাহসালার
ভেবে দেখো আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার ॥
ভাই রে মোদের দেশের আসল
অভাব সৎ নেতৃত্বের
আসল অভাব খাঁটি যোগ্য
সোনার মানুষের
সৎ নেতৃত্ব কায়েম কর
নইলে খবরদার
কোন কালেই ঘুচবে না ভাই
দেশের দুঃখ ভার
আরে খোদার পথে যায় এগিয়ে
যারা ভাগ্যবান
খাঁটি উত্তম ঈমান সে ভাই
খোদার সেরা দান
সেই ভাগ্যটা এই দুনিয়ায়
আছে ভাই রে যার
তার মত আর বড় কপাল
আছে ভাই রে কার
ভেবে দেখো আরেকবার
কী কারণে বাড়ছে দুঃখ মোদের
শান্তি নাই বাংলার ॥
আহা বেশ ভালো সবাই চল
চিন্তার কারণ নাই
খোদার পথে খোদার দেয়া
জীবনটা বিলাই ॥