গান: হারিয়ে গেছে ছেলেবেলার
কথা: তাওহীদ রহমান
সুর: আবু রায়হান
হারিয়ে গেছে ছেলেবেলার
স্বপ্ন মাখা দিন
লাল সবুজ আর নীল হলুদে
রংধনু রঙিন
ভাল লাগার দিনগুলি আজ
আর ফিরে পাই না যে
মনের ভিতর সে দিনগুলি
ঝুমুর ঝুমুর বাজে।
হারিয়ে গেছে পাঠশালা দিন
রঙিন ছবির বই
লাটাই লাটিম রঙিন ঘুড়ি
হারিয়ে গেলো কই?
এসব খুঁজি তাই তো আমি
নিত্য সকাল সাজে।
দুরন্ত সব বিকেলগুলো
সন্ধ্যা মায়ামাখা
দুপুরগুলো হারিয়ে কেমন
বুকটা করে খাঁ খাঁ
সব হারিয়ে দুঃখ আমার
স্মৃতির ভাঁজে ভাঁজে।