গান: দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়
কথা: আবু তাহের বেলাল
সুর: গোলাম মাওলা
দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়
হেরার আলো জ্বালাও তুমি
আঁধার দুনিয়ায় ॥
তোমার নামে দরূদ পড়ি উম্মত গুনাহগার
তোমার মত প্রিয়তম নেই তো কেহ আর
মন যে আমার চায় যেতে চায়
সোনার মদিনায় ॥
শাফায়াতের মালিক তুমি নবী সরোয়ার
তোমার আরজ কবুল করেন আল্লাহ পরোয়ার
রোজ হাশরে কাছে ডেকো
প্রেমের মহিমায় ॥
তোমার রাহে থাকতে অটল অনড় সারাক্ষণ
চাই সকলে দীপ্ত ঈমান সাহস ভরা মন
তাই তো হাজার বাধা ঠেলে কাবার ঠিকানায় ॥