গান: হে আমার প্রাণের প্রিয় মুহাম্মাদ রাসূল
কথা ও সুর: চৌধুরী আবদুল হালিম
হে আমার প্রাণের প্রিয় মুহাম্মাদ রাসূল
তুমি আমার দোজাহানের সব ভাবনার মূল।
হে আমার প্রাণের প্রিয় মুহাম্মাদ রাসূল
তুমি আমার ইহকালে
তুমি আমার পরকালে
সব ভাবনার মূল।
সৃষ্টির শ্রেষ্ঠ তুমি
মানুষের বন্ধু তুমি
ধরণী খুঁজে ফেরে তোমার ছোঁয়া চায়।
হেরার ঐ আলো ফুটুক
মানবতার ফুল।
আল্লাহর শোকর হাজার
হয়েছি এই গুনাহগার
উম্মাতি মুহাম্মাদি নেই কিছু চাওয়ার।
তারি পথে চলতে চলতে
ভাঙ্গুক সকল ভুল।
মুহাম্মাদ রাসূল (সা.)