গান: হে প্রিয় রাসূল
কথা ও সুর: আবু রায়হান
হে প্রিয় রাসূল
তুমি আছো মোর জীবনে অনুপ্রেরণা
স্মরে হৃদয়ে আজ তোমায় ভুলতে আমি পারি না।
আমি যদি হতাম মরুর ঐ পথ
জীবনে কী চাওয়ার আর থাকতে পারে
পদধুলি পেতাম হে দয়ার নবী
আহলান সাহলান সালাম তোমারে
সারা মন জুড়ে শুধ তোমারি নাম
তোমারে কখনো ভোলা যায় না।
বোঝেনি তোমারে কত যে মন
চিনেছে পশু-পাখি গাছ গাছালি বন
পরকালে মোরে শাফায়াত করিও
তোমারে সারাক্ষণ জপে এই মন
তোমায় ভেবে উতল তনু মন
আঁকড়ে ধরি যেন কোরআন হাদীস
কখনো আমি তা ছাড়বো না।