গান: মায়ার বাঁধন ছিঁড়ে
কথা ও সুর: আশরাফুল ইসলাম
মায়ার বাঁধন ছিঁড়ে
যেতে হবে বহুদূরে
ও পথিক তোমায়
নতুনের সন্ধানে সত্যের আহ্বানে
যেতে হবে তোমায়
চারিদিকে আজ শুধু বঞ্চনা
নিপীড়িত মানুষের বেদনা
তাই বার বার লাথি ঠুকে
বাধার প্রাচীর ভেঙে
চল এগিয়ে যাই ॥
সাগরে তুফান ঝড়ে বহমান
উথাল পাথাল ঢেউ করে খেলা অবিরত
মৃত্যুর হাতছানি পদে পদে আছে জানি
লাশের পাহাড় গড়ে বার বার কত শত
পথ যে বড়ই শ্বাপদ সঙ্কুল
পরিস্থিতি আজ শুধু প্রতিকূল
তবু মনের দরজা খুলে মায়া মমতা ভুলে
চল এগিয়ে যাই ॥
আজ শুধু চিৎকার চারিদিকে হাহাকার
অঝোরে ঝরে দেখ দুই নয়নের ঐ জল
আঁধার ঘন বায়ু শন শন
আনতে হবে তবু আগামীর সোনালি সকাল
সেই সোনালি সকালের সন্ধানে
বেরিয়ে পড়ি এসো জনে জনে
তাই রেখে হাতে হাত মিলে কাঁধে কাঁধ
চল এগিয়ে যাই ॥