গান: লাল সবুজের এই পতাকা
কথা ও সুর: মতিউর রহমান খালেদ

লাল সবুজের এই পতাকা
আমার মায়ের মনিহার
এ মাটির মমতা হৃদয়ে জড়ানো
বুকেতে স্বপ্ন অপার
বাংলাদেশ তুমি আমার আশা
বাংলাদেশ আমার ভালবাসা
তুমি আমার অহংকার ॥

সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি
পাহাড়ি ঝর্ণার গান
বয়ে চলা তটিনির বাঁকে বাঁকে
কাশফুল করে আহ্বান
মেঠো পথে রাখালিয়া সুর
উতলা হৃদয় আমার ॥

নিলাম্বরী ওই নীল আকাশে
গাঙচিল মন উড়ে যায়
ফসলের মাঠে মাঠে ঢেউ তোলে ঢেউ
পবন সুদূরে হারায়
সবুজ আঁচল গায়ে জড়িয়ে
দাঁড়িয়ে আছে পাহাড় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *