গান:
কথা ও সুর: আবদুস সালাম
এলো ঈদ এলো ঈদ
এলো ঈদ এলো ঈদ
আকাশে বাতাসে আনন্দ আবেশে
খুশিতে নাচে এ হৃদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।
মুমিন মুসলমান গাই যে খুশির গান
ধূলির ধরাতে এলো বেহেশতি রওশান
কে ধনী কে গরিব ভাই
সব ভেদাভেদ ভুলে যাই
আজকে থেকে অটুট হবে
সাম্য ন্যায়ের ভিত।
সিয়াম সাধনার মাস যে হলো পার
ধন্য রোজাদার পেয়ে প্রভুর পুরস্কার
আনন্দ আর আবেশে
সুবাস ভরা বাতাসে
ঈদের খুশি ছড়িয়ে গেল
ভাঙলো সবার নিদ।