আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী অপসংস্কৃতির উত্তাল সাগরের সুস্থ সংস্কৃতির স্রোত আনতে 1978 সালে প্রতিষ্ঠা করা হয় সাইমুম শিল্পীগোষ্ঠী । আপনাদের আন্তরিক দোয়া ও ভালবাসায় সাইমুম সারা বিশ্বময় ইসলামী সংস্কৃতির আহ্বান ছড়িয়ে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে । সাইমুমের নিয়মিত দাওয়াতি কন্টেন্ট তৈরিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, যা সাইমুমের মত প্রতিষ্ঠানের পক্ষে বহন করা অসম্ভব। এজন্য সাইমুমের নিয়মিত পরিবেশনায় আপনার প্রতিষ্ঠানের স্পনসর অথবা ডোনেট সাইমুমের পথচলাকে আরো গতিশীল করবে ইনশাল্লাহ ।

-- টাকা পাঠানোর মাধ্যম --

01911-663770

উপরোক্ত নাম্বারে টাকা প্রেরণ করে ম্যাসেজ বা কলের মাধ্যমে নিশ্চিত হয়ে নিন।
সাইমুমে ডোনেট করার জন্য আপনাকে ধন্যবাদ ।