নিয়ম ও শর্তাবলী | সাইমুম শিল্পীগোষ্ঠী

নিয়ম ও শর্তাবলী
Terms & Conditions

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৫

সাইমুম শিল্পীগোষ্ঠীর ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। সাইমুম শিল্পীগোষ্ঠীর যেকোনো সেবা গ্রহণের আগে অনুগ্রহ করে শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।

সংগঠন পরিচিতি

সাইমুম শিল্পীগোষ্ঠী একটি জাতীয় সাংস্কৃতিক সংগঠন, যা শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে। ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি, কোর্স, ডিজিটাল কনটেন্ট ও বিভিন্ন সাংস্কৃতিক সেবা প্রদান করা হয়।

ওয়েবসাইট ব্যবহার

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য, লেখা, ছবি, ভিডিও ও ডিজিটাল কনটেন্ট সাইমুম শিল্পীগোষ্ঠীর নিজস্ব সম্পত্তি। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

ব্যবহারকারীর দায়বদ্ধতা

ব্যবহারকারী ওয়েবসাইটে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য বলে নিশ্চিত করবেন। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে সৃষ্ট যেকোনো সমস্যার দায় ব্যবহারকারীর।

ভর্তি, কোর্স ও সেবা

ভর্তি, কোর্স বা অন্যান্য সেবার নিয়ম, সময়সূচি ও শর্ত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব বিষয়ে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে।

পেমেন্ট ও ফি

ভর্তি ফি, কোর্স ফি বা অন্যান্য চার্জ অনলাইনের মাধ্যমে পরিশোধযোগ্য। একবার পেমেন্ট সম্পন্ন হলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হিসেবে গণ্য হবে।

রিফান্ড ও অ্যাডজাস্টমেন্ট

রিফান্ড বা ফি সমন্বয় সংক্রান্ত সকল নিয়ম সাইমুম শিল্পীগোষ্ঠীর নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। বিস্তারিত জানতে দেখুন:
https://saimum.org/refund-adjustment-policy/

ডেলিভারি নীতিমালা

ডিজিটাল সেবা, কনটেন্ট, রসিদ বা নিশ্চিতকরণ নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা হবে। এ বিষয়ে প্রযোজ্য শর্তাবলি জানতে দেখুন:
https://saimum.org/delivery-policy/

গোপনীয়তা ও তথ্য সুরক্ষা

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য আমাদের প্রাইভেসি পলিসি অনুযায়ী সংরক্ষণ ও ব্যবহার করা হয়। বিস্তারিত জানতে দেখুন:
https://saimum.org/privacy-policy/

সেবা পরিবর্তন বা বাতিল

প্রয়োজনে যেকোনো কোর্স, অনুষ্ঠান, প্রশিক্ষণ বা সেবা আংশিক বা সম্পূর্ণভাবে পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সাইমুম শিল্পীগোষ্ঠী সংরক্ষণ করে।

১০ শর্তাবলি পরিবর্তন

এই শর্তাবলি যেকোনো সময় হালনাগাদ বা পরিবর্তন করা হতে পারে। পরিবর্তিত শর্ত ওয়েবসাইটে প্রকাশের পর তা কার্যকর বলে গণ্য হবে।

১১ আইন ও বিচারব্যবস্থা

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালত প্রযোজ্য হবে।