গান: আবার প্রাণ ফিরে পাবে | Abar Pran Fire Pabe
কথা: নাজমুস সাদাত
সুর: মশিউর রহমান

আবার প্রাণ ফিরে পাবে এই নদীটি
আবার নতুন করে জ্বলবে
মেঘের আড়ালে ডোবা তারারা
আবার নতুন করে জ্বলবে ॥

মেঘ তো রবে না চিরদিন
সরে যেতে হয় তা সত্য
সকলের শেষ আছে আছে ঠিক
হোক না সে জ্বীন দেও দৈত্য
সময় কথাগুলো বলবে ॥

রাত যত সুদীর্ঘ হোক না
তবু তার শেষ আছে জানো তো
প্রভাতির আলো মেখে হাসবে সকাল
একথা ঠিক ঠিক মানো তো
তবু কেন বিশ্বাস ভুলবে ॥

#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে  #সাইমুম ৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *